নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাইভেট পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের অভিযোগে নিতাই ডাঙ্গাপাড়া মাহবুবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আজহারুল ইসলাম আজাদ ওরফে বাবুল (৪৩) কে গ্রেফতার করেছে র্যাব।
গত মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোম্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়ছে।ধর্ষক বাবুল উপজেলার সিঙ্গেরগাড়ী জুম্মাপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী কয়েক মাস ধরে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তেন। অভিযুক্ত শিক্ষক গত ১৯ এপ্রিল ভুক্তভোগী কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক বাবুল'কে নীলফামারীর সদর থানার চড়াইখোলা এলাকা থেকে গ্রেফতার করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ধর্ষক বাবুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে