নীলফামারীর কিশোরগঞ্জে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা দোকানে থাকা প্রায় ৭০ হাজার টাকার ওষুধ চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যানের হাটে।
দোকানের মালিক আব্দুল কাইয়ূম জানান, উপজেলার বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যানের হাটে জিহাদ টেলিকম এন্ড এইচ এম ফার্মেসি নামে একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে ওষুধের ব্যবসা করে আসছি। প্রতিদিনের ন্যায় শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে চলে আসি। সকাল বেলা দোকান খুলতে যেয়ে দেখি আমার দোকানে চুরি হয়েছে। টিনশেড ঝাপের বাধা থাকা রশি কেটে দোকানে থাকা ওষুধের ৪ টি কাটুনসহ দোকানের বিভিন্ন আইটেমের ওষুধ চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য ৭০ হাজার টাকা।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল এর সাথে কথা হলে তিনি জানান, চুরি বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ওষুধের দোকানে চুরি হওয়ার ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৪ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে