নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ২৪ঘন্টার ব্যবধানে ভেসে আসা আরও এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ।
মঙ্গলবার রাত সাড় ৮ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে বড়দিয়া নৌ- পুলিশ ফাড়ির ইনচার্জ এস এম মোঃ বিল্লাল হোসেন বলেন, উপজেলার ঘাঘা এলাকা মধুমতি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
১৫ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৫৪ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭০ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
৭০ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৭৭ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৫ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৯০ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৯৩ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে