"বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা প্রাশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এই দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।
সভায় বক্তব্য দেন নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, শালনগর ইউপি সদস্য মোঃ সাজ্জাদুল ইসলাম,অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোছাঃ মুর্শিদা ইয়াসমিন, ট্রেড প্রশিক্ষক চায়না খানম, প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর সভা কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
১৫ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৪ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৭০ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
৭০ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৭৭ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮৫ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৯০ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
৯৩ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে