বাবা সাইফুল ইসলাম ও মা রিনা বেগমের ইচ্ছে অনুযায়ী ছেলে মাসুদ রানা হেলিকপ্টার চড়ে বিয়ে করতে আসলেন চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বড়দৈল গ্রামের সরদার বাড়ির শাহজাহান সর্দার ও বেবি দম্পতির মেয়ে লুগনা আক্তারকে।
পেশায় মালয়েশিয়া প্রবাসী বর মাসুদ রানার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারুকা গ্রামে।
পারিবারিকভাবে এই বিয়েতে শুক্রবার বিকেল তিনটায় বর বহনকৃত হেলিকপ্টার বড়দৈল গ্রামে অবতরণ করেন। এ সময় বর মাসুদ রানার সাথে ছিলেন তার মা রিনা বেগম, বোন ও তার দাদি।
বর মাসুদ রানার মা রিনা বেগম বলেন, আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের ছেলে মাসুদ রানাকে হেলিকপ্টার যোগে বিয়ে করতে এসেছি। এতে আমরা খুশি এবং আনন্দিত।
এ সময় বর মাসুদ রানা ও তার সফর সঙ্গীদের ফুল দিয়ে বরণ করে নেন কনে পক্ষের লোকজন।
পরে বিয়ে শেষে আবার হেলিকপ্টার যোগে কনেকে নিজ বাড়িতে নিয়ে যান বর মাসুদ রানা ও তার পরিবার।
২ ঘন্টা ২০ মিনিট আগে
৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৭ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৬৬ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে