কিশোরগঞ্জ পাকুন্দিয়া মোটরসাইকেল, টমটম ও অটো রিক্সা ত্রিমুখী সংঘর্ষে হোসেনপুরের এক যুবকের মৃত্যু হয়েছে । শনিবার (৮ ই অক্টোবর) দুপুর ১২:টার দিকে কিশোরগঞ্জ পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ বিপুল মিয়া (২৫)। তিনি হোসেনপুর উপজেলা পুমদী ইউনিয়নের জগদল গ্রামের মৃত হারিজ মিয়ার বড় ছেলে বিপুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকাল ৮:টার দিকে বিপুল তাঁর মোটরসাইকেলে মালামাল নিয়ে হোসেনপুর থেকে বের হন। সাইকেলটি কিশোরগঞ্জ পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের কোদালিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে পেছন থেকে টমটম ও অটো রিক্সা ওই মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসময় স্থানীয় লোকেরা হাসপাতালে থাকা অবস্থায় বিপুলের মোবাইল ফোন থেকে ফোন দেয় বাড়িতে তার পরিবারের লোকজনের কাছে। ফোন পেয়ে তৎক্ষণিক তার পরিবারের ও বাড়ির লোকজন গিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন, মৃত বিপুলের মামা এ্যাডভোকেট মাহবুবুর রহমান।
দুর্ঘটনার জনিত কারণে,এতে কোন মামলা হয়নি।
৫৫১ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৫১ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫৬৫ দিন ১১ মিনিট আগে
৫৬৭ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৭২ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৫৭৩ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৮৫ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৯৬ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে