হোসেনপুরে চুরি হওয়া ২ গরু উদ্ধার করলো পুলিশ
কিশোরগঞ্জের হোসেনপুরে চুরি হওয়া দুইটি গরু উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ মে) রাতে হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর থানায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর উপজেলার দক্ষিণ মাধখলা গ্রামের ইসমাইল হোসেনের ছেল জহিরুল ইসলাম ও কিশোরগঞ্জ সদর থানার চৌদ্দশত জালিয়াপাড়ার মরহুম সুরত আলীর ছেলে আ. হাসিম।
জানা যায়, গত ২ মে উপজেলার দক্ষিন মাধখলা গ্রামের বাসিন্দা ও হোসেনপুর সরকারি কলেজের প্রভাষক পার্থ প্রতীম ভট্টাচার্যের গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি হয়। এ থানায় অভিযোগন করলে লাগাতার অভিযান পরিচালনা করতে থাকে পুলিশ৷ পরে,গতকাল রাতে হোসেনপুর থানা ও কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা দুইটি গরু ও চোরাই গরু বিক্রির এক লক্ষ তিন হাজার পাঁচশত টাকা সহ ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ মে (সোমবার) আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
৫৫১ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৫৫১ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫৬৪ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৫৬৭ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে
৫৭২ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৭৩ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫৮৫ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৯৬ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে