বদলে দি
সাদিক আহমদ সিয়াম
----------------------
আমার-তোমার সমাজ,
বদলে যাবে কি আজ?
দিবে তোমরা কথা বলবে,
বদলাবো অসুস্থ প্রথা।
বদলানোর এই তো সময়,
কর্মে তুমি হবে চঞ্চলময়।
তুমি হবে রাজ্যর সিপাহি,
আমরা হবো তোমার সহযাত্রী।
তারুণ্যের উন্মাদনা,
দেখাবে মোদের সম্ভাবনা।
সমাজের এক আকাঙ্খা,
উড়াবো মোরা বিজয়ের পতাকা।
তরুণদের বলবো আজ,
হাতে হাত রেখে গড়বে সুস্থ সমাজ।
সুষ্ঠতা তুমি চাও যদি?
তাহলে চলো সমাজকে বদলে দি।
৪৬০ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪৬৭ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৭২ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৭৩ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৮০ দিন ১০ মিনিট আগে
৪৮৪ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৮৫ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৮৬ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে