হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালা পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৬ জানুয়ারি (শুক্রবার) দুপুরে মন্দির প্রাঙ্গনে
নব-গঠিত কমিটির সভাপতি কেশব কুমার নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব মুহুরীর সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা মিহির কান্তি দাশ। শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন পরিষদের সদস্য রাজিব দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন ব্রজধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ডা: রনজিৎ দাশ,উপদেষ্টা দূর্গাপদ তান্ত্রিক,কাজল চক্রবর্তী,তপন কান্তি পাল,বিজন কান্তি মহাজন,কাঞ্চন দাশ।
আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের নির্বাহী সভাপতি সৃজন কান্তি পাল, চন্দন সেন, সন্তোষ বণিক, কমল হরি নাথ, শিমুল পাল, উৎপল চৌধুরী , হরিতোষ বনিক, সুজন বনিক, সুমিত্র সেন রাজু, তুষার সেন, সুকান্ত ভৌমিক, রাহুল দাশ, রুবেল আচার্য,লিটন আচার্য, পাপ্পু দাশ, লিটন দাশ, লিংকন দাশ, বিকাশ চৌধুরী, বাবলু নাথ, শিপন নাথ ও শিপুল শীল প্রমুখ।
পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান লিটন মহাজনকে সভাপতি ও বিধান বনিককে সাধারণ সম্পাদক এবং দিপংকর মিত্র সুমনকে অর্থ সম্পাদক করে উৎসব উৎযাপন পরিচালনা পরিষদ ২০২৪ গঠন করা হয়।
৪৫৬ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৬৩ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪৬৮ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
৪৬৯ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৭৫ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
৪৮০ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৮১ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৮২ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে