চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন ২০২৩ (শনিবার) বেলা ১১ ঘটিকায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিত করণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস) ডা. জিন্নাত আরা, মেডিকেল অফিসার ডা. তাহেরা খাতুন ও ডা. ইসরাত ই নূরীন। এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুঃ আতিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মনিরুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর রেবেকা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ সানাউল্লাহ সহ ক্যাম্পেইন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা /কর্মচারীবৃন্দ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, আগামীকাল ১৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ক্যাপসুল এবং ১- ৫ বছর বয়সী শিশুদের লাল রংয়ের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবছর উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪,২৮৬ ও ১-৫ বছর বয়সী ৩১,৭৭৩ মোট ৩৬,০৫৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে । জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ কার্যক্রম শতভাগ সফল করার জন্য সমগ্র উপজেলায় মাইকিং ও মসজিদে মসজিদে সর্বসাধারণকে অবহিত করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
২৪ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
২৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৬ দিন ৫৫ মিনিট আগে
৩৩০ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৪৭ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৬৮ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে
৪০৮ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে