ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু
দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ কলেজছাত্র সহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রোববার ২২ অক্টোবর সকাল ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহাম্মদ রনি (১৯) এবং শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সকাল ১১টার দিকে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হলে বিকেল তিনটার দিকে চিকিৎসারত অবস্থায় মারা যান মোহাম্মদ রনি (১৯) নামে এক কলেজছাত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রনির চাচা মো. জিলানি।
নিহত রনি ঘাটাইল সরকারি জিবিজি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পরে শহিদুর নামের আরও একজন মারা যান। শফিকুলের বাড়ি ভোলার বোরহান উদ্দিন উপজেলায়।
শফিকুল ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় রাইচ মিলের একজন শ্রমিক ছিলেন।
ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক সনাউল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র রনি এবং রাইচ মিলের শ্রমিক শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে তারা মারা যান।