ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন মানিকদাহ ইউনিয়নে এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার হয়েছে ।
জানা গেছে আদমপুর গ্রামের জনৈক ডাক্তার আলিম মাতুব্বর(৬০), পিতা-মৃত কালু মাতুব্বর, সাং-আদমপুর, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর এর ফসলি জমির উত্তর পাশে
(নাওটানা খাল বা ভুবনেশ্বর নদীর) দক্ষিণ পাড়ের অনুমান ৭/৮ হাত নদীর মধ্যে হতে গতকাল বুধবার রাত আটটায় এক অজ্ঞাত নামা মহিলার(৩৫-৪০) ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
মৃতার পরনে লাল রঙের জামা, খয়েরি রংয়ের স্যালোয়ার আছে। একটি কালো বোরকা দিয়ে দুই পা বাঁধা অবস্থায়, দুই গালের চোয়ালে ও দুই হাতের বাহুতে কোপের চিহ্ন সমৃদ্ধ অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ৩-৭ দিন পূর্বে লাশটি পানিতে ফেলানো হয়েছে।উক্ত বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৯৪ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৯৪ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৩৩ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬৯ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৮০ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৯৭ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪২৯ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪৩৩ দিন ২১ মিনিট আগে