গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ সোমবার রাতে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারের পাশে অবস্থিত দূর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ছুটে যান ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম।
তিনি সুষ্ঠু তদন্তের বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন- প্রতিমা ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। এর পাশাপাশি তিনি মন্দির কমিটিকে সম্পূর্ণ মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনতে এবং মন্দিরে স্বেচ্ছাসেবক নিয়োজিত করতে পরামর্শ প্রদান করেন।
তাম্বুলখানা বাজার সার্বজনীন মন্দির কমিটি সভাপতি প্রফুল্ল কুমার সরকার জানান, সোমবার রাতে আমরা সকলে মন্দির থেকে চলে যাই। সকালে মন্দিরে এসে দেখতে পাই মন্দিরের গনেশ মূর্তির মাথার অংশ, লক্ষ্মীর দুই হাত ও দেবী দূর্গার বাম হাত ভাঙ্গা রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
স্থানীয় এক ব্যাক্তি জানান, মঙ্গলবার সকালে আমি যখন তাম্বুলখানা বাজারের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে প্রতিমার হাত ও মাথা ভাঙা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদুপর, জনাব অমিতাভ বোস, মেয়র, ফরিদপুর পৌরসভা, জনাব এম.এ জলিল, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, ফরিদপুর, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, ফরিদপুর উপজেলা পরিষদ, ফরিদপুরসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৯৪ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৯৪ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৩৩ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬৯ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৮০ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৯৭ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪২৯ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪৩৩ দিন ২১ মিনিট আগে