দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নে পাখির বাসা ভাঙ্গতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুযাক্কির (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে)দুপুর ১২ টায় দোয়ারা সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র ওই স্কুলের চতর্থ শ্রেনীর শিক্ষার্থী ও একই গ্রামের আব্দুল বারি’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী মুযাক্কির স্কুলে পরিক্ষা দিতে আসে।পরিক্ষার সময় হাতে থাকায় খাতা পত্র শ্রেনী কক্ষে রেখে পাশবর্তী একটি গাছে থাকা পাখির বাসা ভাঙ্গতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে মাটিতে লুঠিয়ে পরে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই আছলাম মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৩২ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে
৫০ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৫ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৫ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫৬ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯৬ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৩৬ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
২৩৭ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে