বছর ঘুরে এলো আবার
খুশির ঈদের দিন
সবার মাঝে আনন্দ তাই
বইছে সীমাহীন।
পছন্দসই কোরবানিতে
মুসলমানের মন
অহংকার আর হিংসা ভুলে
শুদ্ধ হওয়ার ক্ষণ।
ত্যাগের এমন মহিমাতে
হৃদয় হবে পূর্ণ
বেশভূষা তার অন্তর থেকে
হয়ে যাবে চূর্ণ।
আত্মশুদ্ধি শুদ্ধ চিন্তায়
ত্যাগের পথে যাওয়া
কোরবানিতে হয়ে উঠুক
সকল ভালো চাওয়া।
২৩ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
২৮ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
২৮ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৪০ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৪২ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৬০ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৬২ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে