মধ্যাহ্নের সূর্যতাপে অপেক্ষার প্রহর। একসময় বেজে উঠে সময়ের হুইসেল। তারপর ছুটে চলে ট্রেন,কেবল ২০ টি বগির ১ হাজার ২০ জন মানুষ নয়, যেনো ছুটে চলেছে ইতিহাস। আর যে এই ট্রেনটি নিয়ে ছুটে চলেছেন তিনি ট্রেন চালক লোকমাস্টার আবদৃুল আওয়াল রানা। সাথে তিনিও হয়ে যান কক্সবাজার রুটে ট্রেন চলাচলের ইতিহাসের অংশ।
সন্তান জন্মের পর পিতার যে অনুভূতি ঠিক তেমনই উচ্ছাসেরর কথা জানিয়েছেন কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া প্রথম বাণিজ্যিক ট্রেনের চালক আব্দুল আওয়াল রানা। ট্রেন ছাড়ার পূর্ব মুহুর্তে টিটিএনকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান,এটি তার জীবনের স্মরনীয় ঘটনা, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কক্সবাজারের রেলচলাচলের ইতিহাসে তার নামটি উজ্জল হয়ে থাকবে প্রথম বাণিজ্যিক রেলের চালক হিসেবে এটাই তার জীবনের পরম পাওয়া বলছেন তিনি। ৪৫ বছর বয়সী আব্দুল আওয়াল রানার বাড়ী ঢাঙ্গাইলের কালিহাতী। তিনি ব্যক্তি জিবনে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।
মধ্যাহ্নের সূর্যতাপে অপেক্ষার প্রহর। একসময় বেজে উঠে সময়ের হুইসেল। তারপর ছুটে চলে ট্রেন,কেবল ২০ টি বগির ১ হাজার ২০ জন মানুষ নয়, যেনো ছুটে চলেছে ইতিহাস। আর যে এই ট্রেনটি নিয়ে ছুটে চলেছেন তিনি ট্রেন চালক লোকমাস্টার আবদৃুল আওয়াল রানা। সাথে তিনিও হয়ে যান কক্সবাজার রুটে ট্রেন চলাচলের ইতিহাসের অংশ।
সন্তান জন্মের পর পিতার যে অনুভূতি ঠিক তেমনই অনুভূতির কথা জানিয়েছেন কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া প্রথম বাণিজ্যিক ট্রেনের চালক আব্দুল আওয়াল রানা। ট্রেন ছাড়ার পূর্ব মুহুর্তে টিটিএনকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান,এটি তার জীবনের স্মরনীয় ঘটনা, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কক্সবাজারের রেলচলাচলের ইতিহাসে তার নামটি উজ্জল হয়ে থাকবে প্রথম বাণিজ্যিক রেলের চালক হিসেবে এটাই তার জীবনের পরম পাওয়া বলছেন তিনি। ৪৫ বছর বয়সী আব্দুল আওয়াল রানার বাড়ী ঢাঙ্গাইলের কালিহাতী। তিনি ব্যক্তি জিবনে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।
৫ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩১ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৩ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫২ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
৫৫ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে