রাজশাহীতে ট্রাকের ধাক্কায় রাব্বি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ও ১ জন আরোহী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সকাল ১০.৩০ মিনিটে নগরীর বেলপুকুর থানার ভারুইপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী রাব্বি রাজশাহীর পবা উপজেলার কাটাখালি এলাকার বাসিন্দা। তবে আহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন, বেলপুকুর থানার ওসি মনিরুল। তিনি জানান, সোমবার সকালে বেলপুকুর থানার ভারুইপাড়ায় একটি ট্রাক রাব্বির মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে সড়কে ছিটকে পড়েন রাব্বি ও অপর আরোহী। এতে ঘটনাস্থলেই মারা যান রাব্বি। এ সময় স্থানীয়রা অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরেই ট্রাকটি নিয়ে পালিয়েছেন চালক। চালককে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
৫২১ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৩৫ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
৫৩৬ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৫৭৭ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৮০ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫৮১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৯২ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৪১ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে