কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।১০ মার্চ শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের বড় খাটামারী ( গুচ্ছগ্রাম) এলাকার বসত বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাজা সহ এক মাদক কারবারি কে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত মাদক কারবারি হলো ঐ এলাকার মোহাম্মদ খাদেম আলীর ছেলে মোঃ ছলিম উদ্দিন (৩৮) সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
পুলিশ আরো জানায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক কারবারি এবং মাদক সম্রাট মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২) পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ০৮ তাং ১০/৩/২৩ ইং রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামী ছলিম উদ্দিন কে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ০৪ টি মাদক দ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
৭০৩ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
৭০৪ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭১০ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
৭২৩ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৪২ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৭৪২ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৪৩ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭৪৩ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে