ফরিদপুরের ভাঙ্গায় বুধবার (৯ মে)বিকেল ৩টায় চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাজার সংলগ্ন আজিম নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর ও তার ভাই মোকলেছুর রহমান সুমন গংদের বিরুদ্ধ আজিম নগর ইউনিয়নের নির্যাতিত, প্রতারিত ও সাধারণ মানুষ মানববন্ধন করেছে।
এসময় উপস্থিত আজিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান বলেন,আমরা আজিম নগরের মানুষ শান্তি প্রিয়। আমাদের মধ্যে কখনো সম্প্রতির অভাব ছিলনা। দীর্ঘদিন থেকে মোতালেব মাতুব্বর ও তার ভাই মোকলেছুর রহমানের জন্য আজ এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। সুমনের লালিত পালিত গোন্ডাবাহিনী দিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে জমি জোর পূর্বক দখল করে নিচ্ছে বলে এমন অভিযোগ সাংবাদিক ভাইয়েরা ভুক্তভোগীদের নিজের মুখেই শুনলেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত শুক্রবার পুলিয়া বাজারে নাস্তা খাওয়ার সময় সুমনের ক্যাডাররা তিনজন কে তুলে নিয়ে যায় ইরফান উদ্দিন ফিলিং স্টেশনের পিছনে। সেখানে নিয়ে তাদের উপর পাশবিক নির্যাতন ও পায়ের রক কেটে দেয়া হয়। আজ তারই প্রতিবাদে সাধারণ মানুষের কাতারে দাড়িয়ে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি ফরিদপুর -৪ আসনের এম পি নিক্সন চৌধুরী ও সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত শনিবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, শুক্রবার উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল এলকায় সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামিরা হলেন, ওহিদ মাতুব্বর (৪৩), ফরহাদ হোসেন (৩৮) মো. হোসাইন খান (৩৫) লাবু মাতুব্বর (৩৫) ফারুক হাওলাদার (৩৫) আক্তার মাতুব্বর (৩০) ইকবাল শিকদার (৩০)
প্রসঙ্গত সুমনের হাজী এরফান উদ্দিন ফিলিং স্টেশনের দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় ৩ জন গুরুতর আহত হন। এতে ইমরান তালুকদারের বাম পায়ের রগ কেটে যায়। এই ঘটনায় ইকবাল তালুকদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ৭ জন আসামীসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই বাকী আসামীদের গ্রেফতারের করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো.হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় বিভিন্ন এলাকায় আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৮ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৯২ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
১৭১ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭৭ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
১৯৪ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
১৯৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
১৯৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে