ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা থানায় ৯ জানুয়ারি রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামের মৃত আহাম্মদআলীর মেয়ে স্কুল ছাত্রী পুষ্পা আক্তারকে অজ্ঞাতনামা আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ভালুকা মডেল থানার মামলা নং ১৭(১)২৩ ধারা-৯ (৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন। রুজু হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম সংগীয় এসআই রেজাউল করিম ও এস আই মাহাবুর রশিদ সহ টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকায় এবং লালমনিরহাট জেলার সদর থানাধীন বত্রিশ হাজার নামক স্থান থেকে রবিবার অভিযান পরিচালনা করে গণধর্ষণ এর মূল হোতা আসামি মোহাম্মদ উজ্জল মিয়াকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
আসামি মোহাম্মদ উজ্জল মিয়া বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়, পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৫৯০ দিন ৯ মিনিট আগে
৫৯১ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬০৭ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
৬২৩ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
৬২৩ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৩০ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
৬৫০ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে