ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

ইটিপি ছাড়াই চলছে অর্ধশত ডায়িংমিল, ভালুকার খরস্রোতা খিরু নদী অস্তিত্ব সংকটে।



ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার ওপর দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী খরস্রোতা খিরু নদী অস্তিত্ব সঙ্কটে পড়েছে। ডায়িং মিলের দূষিত পানি মিশ্রিত বর্জ্য ও বালু ব্যবসায়ীদের তাণ্ডবে নদীর তলদেশ একেবারে ভরাট হয়ে গেছে। পরিবেশ অধিদফতর ও স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতায় পৌর এলাকাসহ আশপাশে গড়ে ওঠা অপরিকল্পিত অর্ধশতাধিক ডায়িং কারখানার বর্জ্য পানি এই নদীতে পড়ছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এসব কারখানা ইচ্ছামতো চালানো হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে নদী পাড়ের সেচ নির্ভর হাজার হাজার একর আমন ও বোরোর আবাদ। তা ছাড়া কারখানার দূষিত বর্জ্যরে কারণে এ এলাকার মানুষ পেটের পীড়া ও চর্মরোগসহ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে; যা রীতিমতো জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

৯০ দশকের আগ পর্যন্ত ঐতিহ্যবাহী খিরু নদীটি ছিল নাব্যতায় পরিপূর্ণ। এই নদী দিয়ে বড় বড় বজরা নৌকা ও লঞ্চ চলাচল করত। এলাকার মানুষ এ নদীতে শৌখিনভাবে মাছ শিকার করত। দূর-দূরান্তের মানুষদের চলাচলের একমাত্র পথ ছিল খরস্রোতা এই খিরু নদীটি। কিন্তু পরবর্তী সময়ে ভালুকার বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে কলকারখানা ও ডায়িং মিল স্থাপনের পর থেকে বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি ও পলি জমে এ নদীটি ভরাট হতে শুরু করে। তা ছাড়া বেশ কয়েক বছর ধরে কিছু প্রভাভশালী ব্যক্তি রাজনৈতিক ছত্রছায়ায় নদীর দুই পাড়ে বালু স্তূপ আকার করে রেখে ব্যবসা করার কারণেও নদীটি ভরাট হয়ে যাচ্ছে।

ভালুকার খিরু সেতুর দক্ষিণ পাড়ে প্রায় দেড় যুগ আগে গড়ে ওঠা শেফার্ড গ্রুপের শেফার্ড ডায়িং ও টেক্সটাইল ফ্যাক্টরির বিষাক্ত বর্জ্য দিয়ে প্রথমে শুরু হয় নদীর দূষণ প্রক্রিয়া। সম্প্রতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী গ্রামের গজারিয়া খালের কিছু অংশ দখল করে গড়ে উঠেছে গ্লোরি ডায়িং ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরিটির বর্জ্য শোধন যন্ত্র থাকলেও তা শুধু লোকদেখানোর জন্য। ওটি কখনো ব্যবহার করা

হয় না।

উপজেলার হাজিরবাজার এলাকায় সাবাব ডায়িং, তায়েপে বাংলা, এফ এম ডায়িং, কাঁঠালী এলাকায় আর্টি ডায়িং, কনজিউমার নিটেক্স, হবিরবাড়ি এলাকায় এসকিউ, স্কয়ার, বাদশা টেক্সটাইল ও ডায়িং, আরিফ টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, এনআরজি কম্পোজিট ইয়ার্ন ডায়িং, গৌরীপুর এলাকায় ঢাকা টেক্সটাইল, ভরাডোবা এলাকায় তাফরিদ কটন, মুলতাজিম, এক্সিপিরিয়েন্স টেক্সটাইল, মেদুয়ারী এলাকায় গ্রিণ টেক্সটাইলসহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ডায়িং, কেমিক্যাল, ও কীটনাশক ফ্যাক্টরি স্থাপিত হয়েছে খিরু নদীর পাড়ে। এসব কারখানার বিষাক্ত বর্জ্য লাউতি খালসহ বিভিন্ন খাল ও নালা বেয়ে প্রতিনিয়তই পড়ছে খিরু নদীতে। বেশ কিছু ফ্যাক্টরিতে ইটিপি থাকা সত্ত্বেও তা বন্ধ থাকে বলে এলাকার লোকজন জানান। এ ছাড়া এসব মিলের বিষাক্ত বর্জ্য ভূগর্ভের পানির স্তরে মিশে গিয়ে তা টিউবওয়েলের পানির সাথে ওপরে বেরিয়ে আসছে। যে পানি পান করে গ্রামে অসংখ্য মানুষ ডায়রিয়া ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এ দিকে কিছু বালু ব্যবসায়ী বর্ষা এলেই ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা থেকে বালু এনে খিরু নদীর পাড়ে পাহাড়ের মতো স্তূপ করে রাখেন এবং পরবর্তী সুবিধাজনক সময়ে তা বিক্রি করেন। স্তূপ করে রাখা এসব বালুর কারণেও নদী নাব্যতা হারাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান জানান, ডায়িং মিল নির্গত গাঢ় বর্জ্য মিশ্রিত পানিতে অ্যামুনিয়া অর্থাৎ ইউরিয়ার পরিমাণ বেশি থাকে; যে কারণে ধানগাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠলেও পাতাপচা রোগে ফলন নষ্ট হয়। এ ছাড়া ফ্যাক্টরি থেকে নির্গত বর্জ্য পানিতে কেমিক্যাল ও ধাতব পদার্থ থাকে, যা গাছের খাদ্য হিসেবে ধানে মিশে যায়। ওই ধানের চালের ভাত খেলে তা মানবদেহের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আবিদুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় যা যা করণীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।

Tag
আরও খবর