ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

ভালুকায় লোডশেডিংয়ে কল কারখানা লে-অফ ঘোষনা ।



ভালুকা (ময়মনসিংহের) প্রতিনিধি:-

 ভালুকায় এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামের একটি কারখানা বিদ্যুতের লোডশেডিং, অর্ডার সংগ্রহ করতে না পারাসহ বিভিন্ন কারণ দেখিয়ে লে-অফ ঘোষণা করা হয়েছে।



বুধবার (৯ নভেম্বর) থেকে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।


কারখানা সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামে কারখানাটিতে অর্ডার না থাকাসহ বিভিন্ন কারণে উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন ও অভারটাইমের টাকাও না দেয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে মালিক পক্ষের সাথে শ্রমিকদের বেশ কয়েক দফায় আলোচনা হয়। কিন্তু বকেয়া বেতন দেয়ার তারিখ ঘোষণা করা হলেও তা দেয়া হয়নি। ফলে গত শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।



শ্রমিকরা জানান, বর্তমানে কারখানাটিতে প্রায় সাড়ে ৩০০ শ্রমিক কর্মরত রয়েছেন। এর আগেও মিল কর্তৃপক্ষ বেতন-বোনাস ও অভারটাইমের টাকা নিয়ে তালবাহানা শুরু করলে মিল গেটে বিক্ষোভ করে কয়েক দফায় শ্রমিকেরা তাদের দাবি পূরণ করেন। এখন কাজ না থাকার অজুহাত দেখিয়ে বিনা নোটিশে ছাঁটাইসহ বেতন বোনাসের টাকা বকেয়া থাকার পরও ছুটি ঘোষণা করা হয়েছে।


শ্রমিকেরা আরো বলেন, গত ৩ নভেম্বর কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। শনিবার সকালে তারা কাজে যোগদান করতে গিয়ে দেখেন কারখানার মূলফটক বন্ধ করে রাখা হয়েছে। পরে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন।


শ্রমিকরা জানান, বুধবার সকালে তারা পুনরায় কাজে যোগদানের জন্য কারখানার মেইনগেইটে গেলে লে-অফ ঘোষণার নোটিশ টানানো দেখেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ও শিল্পপুলিশের লোকজন মালিক পক্ষের সাথে কথা বলেজানায় যে আগামী ১৫ নভেম্বর তাদের বকেয়া বেতন ও অভারটাইমের টাকা পরিশোধ করা হবে।



কারখানার অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ ইমন লে-অফ ঘোষণার কথা স্বীকার করে বলেন, বিভিন্ন কারণে কারখানা চালু রাখা খুবই দুস্কর হয়ে পড়েছে। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে এবং আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত তা চলমান থাকবে। তবে খুব অল্প সময়ের মধ্যে কারখানাটি খুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে।


তিনি আরো বলেন, শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রমিকদের লে-অফ সুবিধাসহ বকেয়া ও অভারটাইমের টাকা পরিশোধ করা হবে।


উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, লে-অফের বিষয়ে মালিক পক্ষের সাথে কথা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, কয়েক দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও অভারটাইমের টাকা পরিশোধ করাসহ কারখানাটি পুনরায় চালু করা হবে। বিষয়টি শ্রমিকদের বুঝিয়ে বলা হলে তারা মেনে নিয়ে স্ব-স্ব বাসস্থানে চলে গেছে।



ময়মনসিংহ শিল্প জোন-৫-এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, কাজের অর্ডার না থাকাসহ বিভিন্ন সমস্যা দেখিয়ে এক্সিকিউটিভ এ্যাটায়ার কারখানটি লে-অফ ঘোষণা করা হয়েছে।


তিনি বলেন, বেশ কয়েক দিন ধরেই শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য আন্দোলন করে আসছিল। বুধবার সকালেও শ্রমিকরা তাদের দাবির বিষয়ে মিলগেইটে জড়ো হলে শিল্পপুলিশ ও প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে আগামী ১৫ নভেম্বর বকেয়া পরিশোধ করা সিদ্ধান্ত হয়।

Tag
আরও খবর