বরিশালে এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী। সেই সঙ্গে এ পরীক্ষায় মোট ১৬ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
রোববার (৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন। তিনি বলেন, বিভাগের ৬ জেলায় ১৯০টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৮৬ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
এর মধ্যে অংশগ্রহণ করেছে ৮৪ হাজার ৯৯৬ জন পরীক্ষার্থী। ফলে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৯৩ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ৩৮।বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৩৪৫ জন রয়েছে।
এরপর পটুয়াখালী জেলায় ২৭৫ জন, ভোলায় ২০৫ জন, পিরোজপুরে ১৪১ জন, বরগুনায় ১১৭ ও ঝালকাঠিতে ১১০ জন রয়েছে। অপরদিকে ভোলা জেলায় ১০ জন, বরিশাল জেলায় ৩ জন, বরগুনা জেলায় ২ জন ও পটুয়াখালী জেলায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
৮৪ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৪ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০১ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
১০১ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
১০৩ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২৯ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১২৯ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩৬ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে