হামিদের বিদেশ গমন ও আ.লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন সাবেক মেয়র আইভি গ্রেফতার সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক পরীক্ষা নিয়ে ব্যাপক দুর্নীতি অভিযোগ

আশাশুনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সমুহের প্রান্তিক পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা শিক্ষা অফিস ক্ষমতা কুক্ষিগত করে নতুন নিয়ম চালু করে দুর্নীতির আশ্রয় নিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে চলেছে বলে অভাযোগ পাওয়া গেছে।  

উপজেলার প্রান্তিক পরীক্ষা বিগত দিনে ক্লাস্টার পর্যায়ে নেয়া হতো। ক্লাস্টারের শিক্ষকদের সমন্বয়ে সুশৃংখল ভাবে পরীক্ষা গ্রহন ও আয় ব্যয়ের হিসাব দাখিল ও অনুমোদনের মাধ্যমে নিস্পত্তি করা হতো। সেখানে কোনো দুর্নীতি হতো না। কিন্তু বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন আশাশুনিতে যোগদানের পর থেকে প্রান্তিক পরীক্ষা নিয়ে ব্যাপক দুর্নীতি শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী প্রতি পরীক্ষার ফিস নেওয়া হচ্ছে ১৬ টাকা করে। যেখানে প্রতি  সেট প্রশ্নের খরচ হয় মাত্র ৫ টাকা করে। অব্যয়িত টাকা পরীক্ষার ফান্ডে নির্দিষ্ট একাউন্টে রাখার কথা থাকলেও ফান্ডে না রেখে শিক্ষা কর্মকর্তাগণ নিজেরা ভাগ করে নিয়ে থাকেন। যা ব্যয় করার কথা শিক্ষার্থীদের কল্যানে। উপজেলা পর্যায়ে প্রান্তিক পরীক্ষা পরিচালনার জন্য কর্মকর্তা ও শিক্ষকদের সমন্বয়ে কোন কমিটি করা হয়নি। আয় ব্যয়ের কোন হিসাব দেওয়া হয়না।
আশাশুনি উপজেলার ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে ৫ হাজার ২ শত ৯৪ জন ছাত্রছাত্রী, চতুর্থ শ্রেণিতে ৫ হাজার ৮৬ ও ৫ম শ্রেণিতে ৪ হাজার ৭ শত ৬৬ জন সর্বমোট ১৫ হাজার ১৪৬ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষার্থী প্রতি ১৬ টাকা করে আদায় করা হলে মোট ২ লক্ষ ৪২ হাজার ৩৩৬ টাকা আদায় হওয়ার কথা। হিসাবে দেখা যায় খরচ হয়েছে ৭৫ হাজার ৭৩০ টাকা, আর অতিরিক্ত বা অব্যয়িত রয়ে গেছে ১ লক্ষ ৬৬ হাজার ৬০৬ টাকা। কিন্তু দুঃখের ঘটনা হলো, অব্যয়িত দেড় লক্ষাধিক টাকা একাউন্টে জমা রেখে আয় ব্যয়ের হিসাব দেননি। ফলে শিক্ষকদের মধ্যে তুমুল প্রতিবাদ দেখা যাচ্ছে। 
কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা হিসাব চাইতে গেলে দেওয়া হয়নি। তাদের দাবী ফান্ডে কোন টাকা নেই, টাকা ভাগ হয়ে গেছে। অধিকাংশি এ টি ও  চাকুরীস্থলে অধিক দিন থাকায় টাকার বিনিময়ে ক্ষুদ্র মেরামত সহ অন্যান্য কাজ পাইয়ে দেয়ার অভিযোগ রয়েছে বলে তারা দাবী করেন।
এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন জানান, পরীক্ষা ক্লাস্টারে না উপজেলা ভিত্তিক হবে সেটা ক্লাস্টার অফিসারদের দায়িত্ব। আমি প্রোগ্রাম থ্রো করে থাকি মাত্র। অর্থের হিসাব এটিইওরা দিতে পারবেন। আমি কোন হিসাব নেইনি বলে তিনি জানান।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম জানান, প্রতিসেট কত খরচ পড়েছে, কত টাকা উঠেছে ও কত টাকা বেচে আছে তা আমার জানানেই। তবে কিছু টাকা বেচে আছে, কত টাকা এবং টাকা একাউন্টে জমা আছে কিনা বলতে পারবো না। 
সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন জানান, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়না, শিক্ষার্থী অনুপাতে প্রতিষ্ঠান হতে স্লিপের টাকা থেকে পরীক্ষা ফি বাবদ টাকা আদায় করা হয়। সঠিক হিসাব সদস্য সচিব দিতে পারবেন বলে তিনি জানান।


Tag
আরও খবর




আশাশুনিতে কেমিস্টস সম্মেলন অনুষ্ঠিত

৯ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে