ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধে উৎপাদন ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা লালপুরে বিএডিসির সেচ প্রকল্পে ভাগ্য খুলেছে কৃষকের।। ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে--এ্যাডঃ আসলাম মিয়া ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষাথীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে লিমন-সৌরভ সাতক্ষীরায় মান্দারবাড়িয়া চরে বিএসএফ কর্তৃক পুশ ইন ৭৮ জন, উদ্ধার স্বজনদের কাছে হস্তান্তর জবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ নোয়াখালীতে ১৩ মামলার আসামি যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা, আটক ২ অসচ্ছল শিক্ষার্থীর পাশে জাবি ছাত্রদল নেতা হিরন বুধবার চট্টগ্রাম আসছেন প্রধান উপদেষ্টা সুন্দরবনের চরে পুশইন ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, তিনজন কারাগারে ১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আন্দোলনের নামে জবির মেডিক্যাল দখল শিক্ষার্থীদের শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ আটক অনশনের ১৮ ঘন্টায়ও নেই প্রশাসনের সাড়া,অসুস্থ একাধিক শিক্ষার্থী নতুন বাজেটে বাস্তবভিত্তিক এডিপি গ্রহণ করা হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন

আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট, সরকারি-বেসরকারি ভবন, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ঃ সকাল ৮টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও রনি আলম নূরের নেতৃত্বে অন্যদের উপস্থিতিতে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে উপজেলা প্রশাসন, অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারীর নেতৃত্বে থানা পুলিশ, অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে উপজেলা আ’লীগ, ইউএনও ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ পুস্পস্তবক অর্পন করেন। এছাড়া আ’লীগের অঙ্গ সহযোগি সংগঠন, অফিসার্স ক্লাব, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৯ টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন, শিক্ষার্থীদের সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। পরে কুচ-কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন, থানা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউটস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বয়েজ স্কাউটস, গার্লস গাইড ও কাব দল। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, চলচিত্র প্রদর্শনী, মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঃ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনু্ষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে উপহার ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
জাতীয় পার্টি ঃ আশাশুনি উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কেন্দ্রীয় জাপা নেতা ও জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী এড. স ম আলীফ হোসেন, উপজেলা জাপার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক যাকারিয়া সরদার, সাবেক মেম্বার আঃ রহিম সরদার, মাহবুবর রহমান অনুষ্ঠানে অংশ নেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর ঃ আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে। মহিলা অদিপ্তরের প্রশিক্ষন কেন্দ্রে মহিলাদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রশিক্ষক শরমীন চৌধুরী, অফিস সহকারী আরিফুর রহমান ও জেন্ডার প্রোমোটর এস কে হাসান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্তকর্তা সাইদুল ইসলাম। 
উপজেলা লেডিস ক্লাব ঃ বিজয় দিবস উপলক্ষে উপজেলা লেডিস ক্লাবের আয়োজনে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান করা হয়। অফিসার্স ক্লাব চত্বরে চেয়ার সিটিং (বহিরাগতদের), ক্লাব সদস্যদের বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী মিসেস রনি আলম নূর। পরিচালনা করেন একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। 
কিশোর কিশোরী ক্লাব ঃ আশশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।১১ ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ১১টি ক্লাবে ৩০ জন করে সদস্যের অংশগ্রহণের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.সাইদুল ইসলাম, জেন্ডার প্রোমোটার এস কে হাসান, জেন্ডার প্রোমোটার ইমরান হোসেন, সংগীত শিক্ষক শুভেন্দু সরকার, মিতালী চক্রবর্তী, আলমগীর হোসেন, রোকেয়া খাতুন, পিয়াংকা হালদার, ছন্দা রানী মন্ডল, শিল্পী বিশ্বাস, মহসিনা খাতুন, কার্তিক চন্দ্র সরকার, আব্দুল গফফার, খায়রুল মনোয়ার, আবৃত্তি শিক্ষক নওয়াব আলী, তাহমিনা খাতুন, তানভীর রহমান, শীলা মল্লিক, নাসরিন সুলতানা, জুলিয়া আক্তার, চায়না খাতুন, সুবর্ণা সানা, আম্বিয়া খাতুন, আরিফা সুলতানা, সুরাইয়া সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর





আশাশুনিতে কেমিস্টস সম্মেলন অনুষ্ঠিত

১৪ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে