আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উপজেলা চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দিয়েছেন আফম রুহুল হক এমপি। বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু টুর্ণামেন্টে (বালক) শোভনালী ইউনিয়ন চ্যাম্পিয়ন বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও আনুলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন একসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং বঙ্গমাতা টুর্ণামেন্টে (বালিকা) দরগাহপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও আনুলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। বালক গ্রুপে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে বাঁকড়া স্কুল ৪-২ গোলের ব্যবধানে উপজেলা চ্যাম্পিয়ন হয়। বালিকা গ্রুপে আনুলিয়া স্কুল দল ২-০ গোলে হোসেনপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। ইউএনও রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অসীম চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, পুলিশ পরিদর্শক তদন্ত, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, ওমর ছাকি ফেরদৌস পলাশ, দিপঙ্কর সরকার দিপ, সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও আঃ আলিম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।