দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তাড়াহুড়ো কোনো কাজ ভাল লাগে না লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো বশেমুরবিপ্রবি'র এএসভিএম বিভাগ

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-01-2023 11:48:36 am

ছবি: নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ



◾ আর এস মাহমুদ হাসান


নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগ। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় উক্ত বিভাগের ১১৫ নং কক্ষে পঞ্চম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 


এসময় শিক্ষকরা ও প্রবীণ শিক্ষার্থীরা ২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে বরণ করে নেন।


ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান  ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর-ই-জান্নাত জ্যোতি ও সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। পুরো অনুষ্ঠানজুড়ে সঞ্চালনায় ছিলেন উক্ত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন বর্নি।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক নবীন শিক্ষার্থীদের  উদ্দেশ্যে বলেন, "তোমরা বিভিন্ন জায়গা থেকে পরিবার ছেড়ে এখানে এসেছো, কিন্তু মনে রাখবে আমরা এএসভিএম ডিপার্টমেন্ট একটা পরিবারের মতোই। এখানে যেকোনো বিপদে একে অন্যেকে পাশে পাবে। তোমাদের প্রতি পরামর্শ ও আমাদের আকাঙ্খা থাকবে- প্রথম বছর হেলায় না কাটিয়ে নিয়মিত পড়াশোনার ভিতরে থেকে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করো, স্কিলড ভেটেরিনারি ডাক্তার ও ভালো মানুষ হও এবং দেশের সম্পদ হও।"


এ সময় অন্য শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে ও শুভেচ্ছা জানিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য বলেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের সব নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্যও নবীনদের প্রতি আহ্বান জানান।



ছবি: নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ। 


নবীন শিক্ষার্থীরাও তাদের স্বপ্নে ঘেরা প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বিষয়ে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের পঞ্চম ব্যাচের নবীন শিক্ষার্থী রেজওয়ান সাদিক বলেন, "এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে আজ প্রথম পদাচারণা এক অন্যরকম আনন্দ দিয়েছে। অবশ্য এই আনন্দের সাথে কিছুটা ভয়ের মিশ্রনও ছিল। কিন্তু এই ভয়ের অনেকটাই কমে গিয়েছিলো যখন নিজ ডিপার্টমেন্টের নিজ ক্লাস রুমে যাই। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলো এতটা আপন করে কাছে টানে! যদিও সবাই অপরিচিত মুখ। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন এক জীবনের সূচনা। সবার সাথে সবাই পরিচিত হওয়া, একসাথে ক্লাস শেষে সময় কাটানো, খাওয়া-দাওয়া, এর মাঝে একে অন্যের সম্পর্কে জানা। আর কিছু সময় পার হতেই অপরিচিত মুখগুলো হয়ে ওঠে অতি-পরিচিত মুখ। প্রথম পদচারণের দিনটাতে শিক্ষক ও সিনিয়রদের পরম স্নেহের বরণ পেয়েছি, তাদের পথ-নির্দেশনা নিয়ে নিজ গন্তব্যে পৌছাতে চাই, শিখতে চাই কিভাবে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে"।


প্রসঙ্গত, ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করার কথা থাকলেও পরে সেটা অনিবার্য কারণবশত স্থগিত হয়। তাই প্রত্যেক বিভাগ আজ আলাদা-আলাদাভাবে ক্লাসে নবীনদের বরণ করে নেয়। বিভাগগুলো নিজ তত্ত্বাবধানে নবীনদের বরণ করেছে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন, "এটা নিয়ে আমরা আলোচনা করছি, আগামী ফেব্রুয়ারিতে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ হতে পারে"।


আরও খবর
নবীন শিক্ষার্থীদের বরণ করলো বশেমুরবিপ্রবি

১৭৭ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে