চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ নৌকা তৈরী করাই মনিরুলের একমাত্র পেশা

এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন বাতিল চায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা


◾আর এস মাহমুদ হাসান : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিধিবহির্ভূত 'বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩' প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি করে শিক্ষার্থীরা। বেলা ২.৩০ টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে একাডেমিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সমাবেশে বক্তারা বলেন, "বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর আপত্তি উপেক্ষা করে একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ড. নাহিদ রশীদ কর্তৃক 'বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩' প্রণয়নের উদ্যোগ স্পষ্টত উদ্দেশ্য প্রণোদিত, যার কোন যৌক্তিকতা নেই। বাংলাদেশের ভেটেরিনারি শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অবৈধভাবে 'এনিমেল হাজবেন্ড্রি আইন-২০২৩' গঠনের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে, আমরা এই আইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই"।


এএসভিএম বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ডা. হুর-ই-জান্নাত জ্যোতি বলেন, "সমগ্র বিশ্ব ভেটেরিনারি একটি সমাদৃত পেশা। আমাদের দেশে ১৪ টি ক্যাম্পাস থেকে ভেটেরিনারি গ্রাজুয়েট বের হয়, আর মাত্র দুইটা ক্যাম্পাস থেকে এনিম্যাল হাজবেন্ড্রি গ্রাজুয়েট বের হয়। এই অল্পকিছু শিক্ষার্থীদের জন্য একটা স্বতন্ত্র কাউন্সিলের কোন প্রয়োজন নেই। এতদিন এর প্রয়োজন অনুধাবন হয়নি আজ হঠাৎ করে নীরবে নিভৃতে সব পাস হয়ে যাচ্ছে এটা আসলে অদূর ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। নতুন করে আরেকটি কাউন্সিল গঠন করার কোন যৌতিকতা আছে বলে আমি মনে করছি না।


আজ হাজবেন্ড্রি কাউন্সিল হলে কাল কম্বাইন্ড কাউন্সিল গঠনেরও দাবি উঠবে। তাই এতগুলো কাউন্সিল না খুলে প্রচলিত ভেটেরিনারি কাউন্সিলকে রি-মডেলিং করা যায়। ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ/বিভাগ ক্লাস পরীক্ষা বর্জন করেছে আমরাও রবিবার থেকে ক্লাস পরীক্ষাতে না গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করতে চায়"।


বশেমুরবিপ্রবি ভেট সাইন্স এন্ড এসএইচ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, "সর্বজনস্বীকৃত ভেটেরিনারি কাউন্সিল আইনকে উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি অবৈধ কাউন্সিল গঠনের পায়তারা চালাচ্ছে। যা প্রাণিসম্পদকে আজন্মকাল বিভাজন করার একটি দুরভিসন্ধি ব্যতীত দ্বিতীয় কিছুই নয়। ভেটেরিনারি ছাত্র সমাজ এহেন পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। যদি ব্যক্তি স্বার্থের এই কাউন্সিল গঠনের চেষ্টা অতিদ্রুত বন্ধ করা না হয় তবে সারাদেশের ভেটেরিনারি ছাত্র সমাজ বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ড. হাবিবুর রহমান মোল্লার নেতৃত্বে মন্ত্রণালয় ঘেরাও করতে পিছপা হবে না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মূহুর্তে একজন স্বার্থান্বেষী সচিবের এহেন কর্মকাণ্ড সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা খুব দ্রুত এর সুরাহা চায়"।

আরও খবর