চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ নৌকা তৈরী করাই মনিরুলের একমাত্র পেশা

বশেমুরবিপ্রবি'তে ভেটেরিনারি শিক্ষার্থীদের সার্জিক্যাল কিট বক্স বিতরণ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের প্রথম ব্যাচের(২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ৬৫ জন ইন্টার্ন শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে। 


সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৭ নং কক্ষে এই সার্জিক্যাল কিট বক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ। সার্বিক অনুষ্ঠানের স্পনসরে ছিলো রেনেটা লিমিটেড।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব ডা. সাইফুল বাসার, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটে লিমিটেডের(এএইচডি) সেলস ম্যানেজার মীর কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. ওমর ফারুক ভুইঁয়ান, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ডা. আবু তালেব। 


ইন্টার্নশিপ কো-অর্ডিনেশন এবং মনিটরিং কমিটি-২০২৩ এর কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন ডা. হুর ই জান্নাত জ্যোতি। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন ইন্টার্ন শিক্ষার্থী সাব্বির খান আকাশ। 


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বলেন, "ইন্টার্ন শিক্ষার্থীরা স্মার্ট ভেটেরিনারি চিকিৎসক হিসাবে নিজেকে তৈরি করে প্রান্তিক খামারিদের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটাতে নিরলস ভাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। এছাড়া তিনি তার বক্তব্যে ভেটেরিনারি শিক্ষার ইতিহাস, এএসভিএম বিভাগে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ভেটেরিনারি ছাত্র সমিতির গঠন নিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।"


বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব ডা. সাইফুল বাসার তার বক্তব্যে জব মার্কেট সম্পর্কে ইন্টার্ন শিক্ষার্থীদের ধারণা দেন ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিষ্ট্রেশন প্রাপ্তিতে ভেট নেতৃত্ববৃন্দের সর্বাত্মক সহযোগিতার কথা বলেন।


কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক এএসভিএম বিভাগকে অনুষদে রুপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক বলেন, "এ বছর আমাদের প্রথম ব্যাচের ৬৫ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিবে। এরমধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ১৭ জন নেপালি শিক্ষার্থী রয়েছেন। আমি আশা করি সকল শিক্ষার্থীরা ইন্টার্নিশিপের এই ৬ মাসের সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে গর্বিত ও সফল ভেটেরিনারিয়ান হবে।"


Tag
আরও খবর