রংপুরের ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিশেষ প্রার্থনার মাধ্যমে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের ন্যায় বুধবার (২৬ মার্চ) সকালে স্কুল প্রাঙ্গণে বীরত্ব, গৌরব ও জাতীয় চেতনায় উদ্ভাসিত হয়ে পালিত হয়েছে এ দিবসটি।
জাতীয় এই দিনে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর চেম্বার অব কর্মাসের পরিচালক হাসান মাহবুব আখতার লোটন মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য এবং স্কুলের উন্নয়নে শিক্ষার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় তিনি একটি সাউন্ড সিস্টেম উপহার তুলে দেন স্কুল কর্তৃপক্ষকে।
ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক লাভলু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আয়শা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান নেতা, ইউসেপের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ আরও অনেকে।
১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
২০ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে