“ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন; খেলেই মেধা হয় বিলীন” অথবা “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এসব শ্লোগানে মাদকবিরোধী শিক্ষাঙ্গন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা করে আসছে রংপুর মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এর ধারাবাহিকতায় বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল চত্ত্বরে শিক্ষার্থীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে বিস্তর আলোচনা করেন রংপুর মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোদক।
তিনি তার বক্তব্যে বলেন, মাদকের কারণে অনেক মেধা নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকা পাচার হচ্ছে। মাদকের কোন ভালো দিক নেই। মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব অনেক বেশি। ইয়াবা সেবনে স্মরণশক্তি ও মনোযোগ দেয়ার ক্ষমতা নষ্ট হয়। আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। মস্তিষ্কে রক্ষক্ষরণ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, রংপুর মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সালাহ উদ্দিন, সহকারী উপপরিদর্শক আতাউর রহমান, সিপাই জুলফিকার আলী, আশরাফুল ইসলাম হিমেল, ডিটল চন্দ্র, আখতারুজ্জামান, শাহাব উদ্দীন, সহকারী শিক্ষক জাহানুল ইসলাম, কামরুন্নাহার বেগম, সুলতানা আক্তার, নজরুল ইসলাম তালুকদার, আব্দুল জলিল সহ আরও অনেকে।
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে