ময়মনসিংহে নামাজ পড়তে গিয়ে সিজদারত অবস্থায় সুমন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটনা।সুমন মিয়া ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন।
মসজিদের ইমাম হাফেজ খোরশেদুল আলম বলেন, ‘সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। সোমবার আসরের সময় তিনি ফরজ নামাজে শরিক হতে পারেননি। আমরা নামাজ পড়ে বের হয়ে পড়লে সুমন নামাজ পড়তে আসেন। তিনি মসজিদে একা একা নামাজ পড়ছিলেন। সিজদায় গিয়ে সুমন মিয়া উঠতে না পেরে কাঁত হয়ে পড়ে যান। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
৫ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে