ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

রাসেল ভাইপার; জনসচেতনতা বাড়াতে হবে | খাদিজা আখতার

সাম্প্রতিক সময়ে দেশের নতুন নতুন জায়গায় রাসেল'স ভাইপার (Russell’s Viper) সাপের বিস্তৃতি দেখা যাচ্ছে। রাসেল'স ভাইপার (Russell’s Viper, Deadly Venomous) তীব্র প্রাণঘাতী বিষধর একটি সাপ। এই সাপ চন্দ্রবোড়া নামেও পরিচিত৷ রাসেল'স ভাইপার সাপের দেহ সাধারণত ধূসর অর্থাৎ শুকনো পাতার কালারের ধরনের হয়ে থাকে। এই সাপের দেহে পূর্ণ চন্দ্রাকৃতির একদম বড় বড় গোল গোল ফোঁটা থাকে। এই সাপ সাধারণত খুব বেশি লম্বা হয় না। তবে মোটাকৃতি হয়ে থাকে। অনেকে মনে করেন, রাসেল'স ভাইপার সাপ মানুষ দেখলে তেড়ে কামড়াতে আসে। বিষয়টি সত্য নয়। বরং, এই সাপ অন্যান্য সাপের মতোই মানুষ দেখলে পালিয়ে যায়। মানুষের উপস্থিতির টের পেলে এরা হিস্ হিস্ শব্দ করে। এই সাপ সাধারণত অলস প্রকৃতির। এদের প্রিয় খাবার ইঁদুর। ইঁদুর শিকারের জন্য এরা সাধারণত ফসলি জমি/শুকনো পাতার উপর কুন্ডলী পাকিয়ে বসে থাকে। এরা এক সেকেন্ডের কম সময় অর্থাৎ ন্যানোসেকেন্ডে মানুষকে বাইট করতে পারে। তাই এদের দেহে পা পড়লে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। 


রাসেল'স ভাইপার সাপ পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ নয়। পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের ভেতর রাসেল'স ভাইপার সাপের অবস্থান ৩৩ তম। এমনকি বাংলাদেশেও সবচেয়ে বিষধর সাপ রাসেল'স ভাইপার নয়। তাই অতিরিক্ত আতংকিত হওয়ার কিছুই নেই। বাংলাদেশের স্থলভাগের সবচেয়ে বিষধর সাপ (Deadly Venomous) হচ্ছে পদ্মগোখরা। তাছাড়া গোখরা প্রজাতির সাপ (পদ্মগোখরো, খৈয়া গোখরো), কালাচ (Common krait, Wall's krait) এই সাপগুলো রাসেল'স ভাইপার সাপের চেয়ে অনেক বেশি বিষধর। 


রাসেল'স ভাইপার সাপকে অনেকে ভারত থেকে ভেসে আসছে বলে মনে করে থাকেন। কিন্তু রাসেল ভাইপার সাপ সেই প্রাচীনকাল থেকেই বরেন্দ্র এলাকা, বিশেষ করে উত্তরবঙ্গের রাজশাহী, নীলফামারী, ঠাকুরগাঁও, পাবনা, খুলনা, বাগেরহাট এলাকাগুলোতে ছিল। কিন্তু বর্তমানে পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের বিস্তৃতি লক্ষ্য করা যাচ্ছে। রাসেল'স ভাইপার সাপ একেবারে ৪০-৫০ টি এমনকি ৭০-৮০ টি বাচ্চা দিতেও সক্ষম। তাই এই সাপের বিস্তৃতি আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। 


এই সাপের খাদক সাপ হলো শঙ্খনী, গোখরার মতো কিছু বিষধর সাপ। তাছাড়া এই সাপের অন্যতম খাদক হলো শিয়াল, বেজি, গুইসাপ, মেছোবাঘ (আঞ্চলিক নাম বাগদাসা) ইত্যাদি। রাসেল'স ভাইপার সাপের খাদক শিয়াল, বেজি, গুইসাপ, মেছোবাঘ ইত্যাদি কমে যাওয়ার কারণে রাসেল'স ভাইপার সাপের বিস্তৃতি বৃদ্ধি পেয়েছে। তাই সকলের উচিত শিয়াল, বেজি, গুইসাপ, মেছোবাঘ এই সব নিরীহ উপকারী প্রাণী হত্যা না করা। এই সব উপকারী প্রাণী মানুষের কোনো ক্ষতি করে নাহ, সর্বোচ্চ মুরগির বাচ্চা খেয়ে ফেলতে পারে। তবুও তো মানুষের জন্য প্রাণঘাতী বিষধর সাপ রাসেল'স ভাইপার সাপের মতো আরও কিছু বিষধর সাপ থেকে রক্ষা পাওয়া যায়। 


রাসেল'স ভাইপার সাপের কামড় থেকে বাঁচতে ফসলি জমিতে গামবুট জুতা হিসেবে ব্যবহার করুন। বাড়ির আশেপাশে ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার -পরিচ্ছন্ন রাখুন। একসাথে ইটের স্তুপ জড় করে রাখবেন নাহ। রাসেল'স ভাইপার সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তির আক্রান্ত স্থান ফুলে লালচে বেগুনি রং ধারণ করতে পারে। রাসেল'স ভাইপারসহ অন্যান্য বিষধর সাপের চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে। রাসেল'স ভাইপারসহ অন্যান্য বিষধর সাপের ক্ষেত্রে পলিভ্যালেন্ট এন্টিভেনম ব্যবহার করা হয়। তাই সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। কোনো প্রকার ওঝা/সাপুড়ের কাছে গিয়ে সময় নষ্ট করা যাবে নাহ। বাংলাদেশের সব সাপই বিষধর সাপ নয়। অনেক নির্বিষ সাপ ও আমাদের দেশে আছে। আমরা নির্বিষ সাপ বলতে ঢোড়াকেই চিনে থাকি। কিন্তু ঢোড়ার মতো দাঁড়াশ, ঘরগিন্নি সাপসহ অনেক নির্বিষ সাপ আমাদের দেশে রয়েছে। আর এখানেই ওঝা/সাপুড়ের কেরামতি। তবে দাঁড়াশ আর কালাচ (Wall's krait) সাপ দুটি দেখতে প্রায় একই রকম। দাঁড়াশ নির্বিষ, কালাচ (wall's krait) তীব্র বিষধর। অনেকেই এই সাপ দুটি চিনতে ভুল করে থাকেন। তাই রাসেল'স ভাইপারসহ অন্যান্য যেকোনো সাপের কামড়ে আক্রান্ত হলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। অনেক সময় উপজেলা হাসপাতালগুলোতে এন্টিভেনম থাকে নাহ। তাই যাদের ঢাকার কাছাকাছি বাসা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিডফোর্ড হাসপাতালে যাওয়া টাই উত্তম। সেখানে গেলে এন্টিভেনম পাওয়া যাবে। এবং সঠিক চিকিৎসা সম্ভব। 


কেউ যদি সাপে কামড়ে আক্রান্ত হয় তবে আক্রান্ত স্থান খুব শক্ত করে বাঁধা যাবে না। এতে অঙ্গহানি হতে পারে। আক্রান্ত স্থান কাটা-ছেঁড়া করা যাবে নাহ, তাতে দ্রুত বিষ ছড়াতে পারে। আক্রান্ত স্থান কোনো ক্রমেই বেশি নড়াচড়া করা যাবে নাহ, এতেও বিষ ছড়াতে পারে। মিডিয়া, সোস্যাল মিডিয়ার গুজবে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানুন৷ নিজে সচেতন হয়ে উঠুন, অন্যকে সচেতন করুন। সচেতনতাই পারে রাসেল'স ভাইপারসহ অন্যান্য বিষধর সাপের কবল থেকে আমাদের রক্ষা করতে। তাই ভয়, আতঙ্ক নয়, পরিবেশের উপর ভারসাম্যময় সুস্থ সুন্দর পৃথিবী গড়ে উঠুক এটাই আমাদের কাম্য। 





খাদিজা আখতার 

অনার্স ৪র্থ বর্ষ, বাংলা বিভাগ 

সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, ঢাকা।

আরও খবর


বর্ষবরণ | বিথী রহমান

১৯ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে




দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ

২৪ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে


ফিলিস্তিন - শাহীন খান

২৪ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে