ডোমারে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়পুরহাটে ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হলো ১৩ জন তরুণ-তরুণীর ভুল হলে শিক্ষা নিয়ে এগুতে চাই: মাহফুজ আলম ভিসির কার্যালয়ে নজরদারিতে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা প্রো-ভিসির মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে'র নিন্দা নাগেশ্বরীতে চরাঞ্চলের উন্নয়নে সাংবাদিক ও এনজিও’র ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীমঙ্গলের শাপলাবাগ মাদক ব্যবসা বন্ধে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কচুয়ায় সরকারি খাল দখল করে কালভার্ট নির্মাণের অভিযোগ রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম গ্রেফতার সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন - মামুনুর রশিদ মামুন আশাশুনিতে বিভিন্ন দাবীতে স্বাস্থ্য সহকারীদের স্বারকলিপি প্রদান ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ের সড়কে বর্ষা আসতেই শুরু হয় যানচলাচলে ভোগান্তি, রাস্তা উঁচু করতে ইউনিয়ন বাসীর দাবি। ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১৪ দিনের ছুটি ঘোষণা

ভিসির কার্যালয়ে নজরদারিতে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা প্রো-ভিসির


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর উপর নজর রাখতে ভিসির কার্যালয়ের করিডোরে ক্যামেরা স্বাপনের চেষ্টা  বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী'র।

জানা যায়, ইবির প্রো-ভিসি ড. এম এয়াকুব আলীর নির্দেশে ক্যামেরা লাগানোর কাজ করেন কুষ্টিয়ার ইউনিক কম্পিউটার নামের এক বেসরকারি প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রশাসনিক কর্মকর্তা জে এম ইলিয়াসের সহায়তায় কুষ্টিয়ার ইউনিক কম্পিউটারের মাধ্যমে এই ক্যামেরা লাগালোর কাজ করেন প্রো-ভিসি।


আরও জানা যায়, জুলাই অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ক্যামেরাগুলো ভেঙে দেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী এসব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেন। গত মঙ্গলবার (১৩ মে) প্রশাসনিক ভবনের দুই গেট ও ভিসির কার্যালয়ে করিডোরে সহ মোট ৮টি ক্যামেরা স্থাপন করে নেন তিনি। ভিসির অফিসের উপর নজর রাখতে ভিসির করিডোরে এ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন বলে জানায় সংশ্লিষ্টরা। পরে, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানতে পেরে এসব ক্যামেরা খুলে ফেলতে নির্দেশ দিলে পরেরদিন  এসব ক্যামেরা খুলে ফেলেন অপারেটররা।


সিসি ক্যামেরা লাগানোর কাজে নিয়োজিত তুষার বলেন, 'কাল লাগিয়ে আজকে সকালে বিল নিতে এসে খুলে ফেলছি।'

খুলে নেওয়ার কারণ জানতে চাইলে বলেন, 'প্রো-ভিসি স্যার আমাকে বলেছিলো যে, দেখো ভিসি স্যারের ঐ জায়গায় অনেক ঝামেলা হয়, আমি অফিসে যেতে যেতে দেরি হয়। এজন্য মাঝে মাঝে রাগারাগি করে। তুমি ঐ জায়গায় একটা ক্যামেরা দিয়ে দাও,  যাতে কোনো সমস্যা হলে আমি দ্রুত যেতে পারি। তো স্যারের অফিস টাইম শেষ হয়ে যায়। আমি পরে এক ঘন্টার মধ্যে কাজটা শেষ করে ফেলি। ক্যামেরাগুলোর কানেকশন প্রোভিসির স্যারের অফিসে করা হয়। সব মিলিয়ে ক্যামেরা লাগানো হয়েছে ৮টা। আগের ছিলো তিনটা, আর নতুন আনা হইছে পাঁচটা। এর মধ্যে প্রোভিসি স্যারের রুমে দুইটা, তার পিএসের রুমে একটা ও করিডোরে একটা, সিঁড়িতে একটা,  ভিসির দরজার সামনে একটা ও  প্রশাসন ভবনের সামনে ও পিছনে দুই গেইটে দুইটা লাগানো হইছে। পরে বিল আনতে গেলে ভিসি স্যার ডেকে নিয়ে রাগারাগি করে ক্যামেরা খুলে ফেলতে বলেন। আমি সেসব খুলে ফেলি।'


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো: শাহজাহান আলী বলেন, 'প্রো-ভিসি স্যারের তো ডিমান্ড ছিলো। সেটাও অনেক দিন আগের। তার জন্য আমাদেরকে ফাইল পাঠাইছিলো। ঐ ফাইল এখনো চলমান আছে। তারপরে ভিসি স্যার ওনার নিজেদের প্রয়োজন মনে করে উনি সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছেন। এরমধ্যে আর একটা বিষয় আমি শুনেছি, সে বিষয়ে আমিও কনফার্ম না। শুনেছি, প্রো-ভিসি স্যারও প্রয়োজন মনে করে ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছেন।'


ক্যামেরা লাগানোর বিষয়ে উপাচার্যের পিএস গোলাম মাহফুজ মঞ্জুর কাছে জানতে চাইলে তিনি বলেন,' এ বিষয়ে আমি কিছু জানি না'। উল্লেখ্য, উপাচার্যের কার্যালয়ের করিডোরের নিকটে একান্ত সচিব গোলাম মাহফুজ মঞ্জুর কক্ষ অবস্থিত।


এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: শাহিনুজ্জামানকে প্রশ্ন করলে তিনি বলেন, 'এ বিষয় আইসিটি সেলের পরিচালকই ভালো বলতে পারবেন।'


এ বিষয়ে জানতে চাইলে প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী বলেন, 'যারা কাজ করেছে তারা বুঝতে ভুল করেছে। আমি তাদের বলেছি তিন তলার সিঁড়িতে একটা লাগাতে যেটার কানেকশন থাকবে আমার রুমে। আর ভিসি স্যারের রুমের সামনের ক্যামেরার কানেকশন থাকবে ভিসি স্যারের রুমে।' 


এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।


আরও খবর