চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কচুয়া পৌরসভা যুবলীগের সভাপতি মাহবুব আলমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি থাইল্যান্ড যাওয়ার জন্য বিমান বন্দর গেছেন বলে জানা যায়।
১৫ মে বৃহস্পতিবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতারের পর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম, ২০২২ সালের ২৫ এপ্রিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের কচুয়ার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের ওপর গাড়ি বহরে হামলা ও ওই অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর মামলার আসামি।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আমরা বিমানবন্দর ইমিগ্রেশনে তার বিরুদ্ধে চিঠি দিয়েছিলাম। পরিপ্রেক্ষিতে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়েছে।
৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে