"হে কবি, বিষন্নতা ভরা মন,
কুয়শার আড়ালে সূর্য উঠলো হেসে "
ফুলের পাপড়ি উপরে শিশির গা ছম ছমানো শীত
গাছে নতুন মুকুল ধরেছে,
তবে কেন কবি তুমি নিঃশব্দ ?
কহিলো সে জলসানো চোখে-
কই শিশির কি ছুঁয়েগেছে আমার গা?
নতুন মুকুল কি রয়ে গেছে,
পাখিরা কি চুপ করে গেছে?
শুনি তো রাখিনী খোজ।
ওগো কবি,তুমি যে যার লাগিয়া উদার ?
রাখো নাই প্রকৃতির খোঁজ নিজেকে করেছেন অপূরর্ণ
কহিলো সে ভরা অক্লান্ত শুনে
শীত কি চলে গেছে,বয়ে গেছে কি নতুন মুকুল?
কেউ তো রাখেনী খোঁজ
" তবে লও কবি বসন্তকে-
করিয়া বরন, লও তোমার নতুন গীতি"
বলিলো সে কাঁদো চোখে
বৃথা কেনো ফাগুন বেলা
ফোটে নাই কি ফুল,দেখে নাই কী নতুন আলো?
বকুলের গন্ধ কি হয়নি বেকুল?
হে কবি আসিতেছে ঋতুর রাজ,করো তারে বরণ
চোখ মেলিয়া! স্মৃতি পাতায় আজও পরে মনে
ভুলিতে পারি নাই তারে।
১১ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
২৬ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে