কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদের নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় আবুল কালাম(৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তি থেতরাই ইউনিয়নের কুমারপাড়া গ্রামের জহির উদ্দিন ছেলে।
মঙ্গলবার (২১ মে) সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে উলিপুর উপজেলার থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে আটক হন আবুল কালাম। ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আবুল কালাম একবার এসে ভোট দিয়ে যান। পরে আবারো ভোট দিতে আসলে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
এ ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জালভোট প্রদান করে অপরাধ করায় ও সাক্ষীগণের উপস্থিতিতে দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৯ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।#
৭ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
২১ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৯ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৩ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
৪৫ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
৪৫ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে