কুড়িগ্রামের উলিপুর উপজেলার মডার্ন ইসলামিয়া প্রি-ক্যাডেট স্কুলের ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ১৩ এপ্রিল বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মতিয়ার রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার 'খ' অঞ্চল মোহাম্মদ মহিবুল ইসলামের অনুপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ আশরাফুজ্জামান ও থানার তদন্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন।এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন, ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মোজাহার আলী, মতিয়ার রহমান, পল্লি চিকিৎসক ডাঃ ফজলুল হক প্রমূখ। অনুষ্ঠানে ২৫ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়।
এছাড়াও ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৬ শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার বিভিন্ন পর্যায়ে সাফল্যের সাক্ষর রাখছে।
৭ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
২১ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
২৩ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৯ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
৪৩ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৫ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
৪৫ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে