কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

সুনামগঞ্জ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

সুনামগঞ্জ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক                                                                                           মোশারফ  হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সময় যত এগিয়ে আসছে কে হচ্ছেন নতুন সাধারণ সম্পাদক এ আলোচনা ততই জোরালো হয়ে উঠছে। জোর আলোচনা রয়েছে বর্তমান জেলা শ্রমিকলীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট দানবীর মো সেলিম আহমদ সাধারণ সম্পাদকের দায়িত্বে আসতে পারেন। আলোচনায় আছে দলটির বতর্মান সভাপতি মো আবুল হোসেন খাঁন ও মো শামিম আকঞ্জী এবং সাধারণ সম্পাদক পদে মো সেলিম আহমদ এবং বতর্মান সাধারণ সম্পাদক অমল করের নাম। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবার আগেই ১৭ নভেম্বর তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে পরবর্তী নেতৃত্ব নিয়ে। তবে এই নেতৃত্বের আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে সাধারণ সম্পাদকের পদটি। নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব কে পাচ্ছেন সবার দৃষ্টি সেদিকেই । আওয়ামী লীগের ৬১ সদস্যের উপজেলা কমিটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বা সভাপতির পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক। ব্যতিক্রম কোনো ঘটনা না ঘটলে বর্তমান সভাপতি মো আবুল হোসেন খানই আবারও নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হবেন এটি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে কোনো সংশয় নেই। কারণ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী মো আবুল হোসেন খানকেই দলের ঐক্যের একমাত্র প্রতীক হিসেবে মনে করেন। বতর্মান সভাপতির বাইরে আওয়ামী লীগের সভাপতি পদটিতে অন্য কাউকে তারা ভাবছেন না। তাই এই পদটি নিয়ে কোনো আলোচনাই নেই বলা চলে। প্রতিবারই সম্মেলন এলে আলোচনায় উঠে আসে দ্বিতীয় সর্বোচ্চ সাধারণ সম্পাদক পদটিতে কে আসছেন দায়িত্বে। এবারও তার ব্যতিক্রম নেই। তবে এবারের প্রেক্ষাপট একটু আলাদা। আগামী ১৭ নভেম্বর তিনি সাধারণ সম্পাদক থাকছেন নাকি অন্য কেউ এই পদের দায়িত্ব পাচ্ছেন এটাই গত কয়েক মাস ধরে সম্মেলনের সব আলোচনার কেন্দ্রবিন্দু।বর্তমান জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদকে এই পদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে গত কিছুদিন ধরে নেতাকর্মীর মধ্যে আলোচনা জোরালো হয়ে উঠছে। ২০১৪ সালে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছিল। দলের নেতাকর্মীরা ধারণা করছেন সেলিম আহমদকেই সাধারণ সম্পাদক পদের দায়িত্বে আনা হবে। ওই নেতাকর্মীদের অনেকেই এটা চান। যদিও সবকিছু নির্ভর করছে জেলা আওয়ামীলীগের সভাপতি -সম্পাদকের ওপর। তাদের ধারণা, আগামী বছর ডিসেম্বরে অথবা ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার প্রভাব দেশে পড়তে শুরু করেছে এবং এটা আরো প্রকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সরকার পতনের আন্দোলনে রাজপথে নেমেছে এবং রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। জাতীয় ও আন্তর্জাতিক এই প্রেক্ষাপটে সরকারের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগকেও চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেলিম আহমদকে সাধারণ সম্পাদকের দায়িত্বে রাখা হতে পারে। এরপর সাধারণ সম্পাদক পদে অলোচনায় আছেন বতর্মান সাধারণ সম্পাদক অমল কর ৷ গত বারও সেলিম আহমদ বেশ আলোচনায় ছিলেন ৷ এবারও সাধারণ সম্পাদক পদে তার নাম অনেক নেতাকর্মীর মুখে শোনা যাচ্ছে। সেলিম আহমদ ও অমল কর এ দুজনের নামও বেশ আলোচিত। গত সম্মেলনেও সেলিম আহমদ আলোচনায় ছিলেন। ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা আছে সেলিম আহমদের। ছাত্র রাজনীতির পর যুব রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেলিম আহমদ।
তিনি এক সময় ছাত্রলীগের দায়িত্বে থেকে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে সব আলোচনায় দলের সভাপতি-সম্পাদকের ইচ্ছা অনিচ্ছাকে কেন্দ্র করে। নেতাকর্মীদের মধ্যে এই পদে যার নামই আলোচনায় আসছে সাথে সাথে ওই ব্যক্তি শেখ হাসিনার কতটুকু আস্থাভাজন সে বিষয়টিও তারা আলোচনায় নিয়ে আসছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আওয়ামী লীগের মধ্যস্তরের এক নেতা বলেন, সবাই শেখ হাসিনার কর্মীকিন্তু সাধারণ সম্পাদকের ক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে পছন্দ-অপছন্দ ও সমর্থনের বিষয় চলে আসে। তবে এখানে যেহেতু ব্যালটে নির্বাচনের কোনো বিষয় নেই তাই কেউ প্রকাশ্যে প্রার্থীও হয় না। জেলার সভাপতি যার নাম প্রস্তাব করেন সর্বস্তরের নেতাকর্মী তাকেই সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে কাজ করতে হয় সভাপতির নির্দেশে ৷ তিনি যাকে যোগ্য মনে করেন তাকেই এই দায়িত্বটি দেন। এছাড়া এবারের সম্মেলনে দলের কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য পদে কিছু পরিবর্তন এবং নতুন মুখ নেতৃত্ব অন্তর্ভুক্ত হতে পারে বলে আলোচনা চলছে। উপজেলা কমিটিতে নেই কিন্তু যারা একসময় ছাত্রলীগ, যুবলীগ বা অন্যান্য সহযোগী সংগঠনে নেতৃত্ব দিয়েছেন তাদের কেউ কেউ নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন। নতুনদের কাউকে কাউকে যুগ্ম সম্পাদক দায়িত্ব দেওয়া হতে পারে এমন আলোচনা চলছে নেতাকর্মীদের মধ্যে। তবে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।


Tag
আরও খবর