মোশারফ হোসন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষায় সিলেট বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনিত হয়েছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও চলতি বছরের ১৭ জুন শতাব্দির ভয়াবহ বন্যার সময় তাঁর নেয়া উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
২০২১ সালের ৩ জানুয়ারি রবিবার জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ ডিসেম্বর সুনামগঞ্জসহ দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. জাহাঙ্গীর হোসেনকে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছিল।
এদিকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (প্রাথমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারজানা ইয়াসমিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক (প্রাথমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মোছাম্মৎ ফাতেমা বেগম।
৬৯ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩৭ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫৫ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬১ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
১৬৭ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০৫ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
২০৮ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে
২১৭ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে