মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক তছলিম মোল্লা (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে নছিমন চালক মনিরুল ইসলাম (৪৫) গুরুতর হয়েছে। নিহত তছলিম মোল্লা উপজেলার গয়েশপুর ইউনিয়নের চতুরিয়া গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে। আহত নছিমন ড্রাইভার মনিরুল ইসলাম (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহিন গাজীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গয়েশপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গয়েশপুর স্ট্যান্ডে যাওয়ার পথে লাঙ্গলবাঁধ-শ্রীপুরের সড়কের গয়েশপুর স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাউল বোঝায় নছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নছিমন চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিষয়টি জানতে পেরেছি সে মোটরসাইকেলে লাঙ্গলবাদ-শ্রীপুর সড়কের গয়েশপুর স্টান্ডে পৌঁছালে একটি দ্রুতগামী নসিমন তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়। গুরুতর আহত নছিমন ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলা পরিদর্শন করেছে।
২৫ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৪০ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে
৭৬ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
২৩৩ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
২৩৪ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
২৫৬ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে