লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

হাওরপাড়ে উন্মোচন হচ্ছে উচ্চ শিক্ষার দ্বার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়



দীর্ঘ অপেক্ষার পর সুনামগঞ্জ জেলায় শিক্ষাক্ষেত্রে নতুন সূর্যোদয় হতে যাচ্ছে। এবছরই আনুষ্ঠানিকভাবে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি)।বর্তমানে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় উচ্চ শিক্ষায় নতুন দ্বার উন্মোচন হতে যাচ্ছে।

♦️ অস্থায়ী ক্যাম্পাসে থেকে ক্লাস চলমান

♦️ চার বিভাগেই আছে অত্যাধুনিক ল্যাব

♦️ দু’বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে ফেরার আশা ভিসির

♦️ ট্রান্সপোর্ট ও আবাসন নিয়ে আলাদা চিন্তা। বিশ্ববিদ্যালয়ে চারটি বিভাগে ১শ’ ৬০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছে ক্লাস। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১শ’ ৫১ জন শিক্ষার্থী তাদের ভর্তি নিশ্চিত করেছিলেন। তবে নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে ভর্তি কার্যক্রমের সময় বাড়িয়ে সব শিক্ষার্থী নিয়েই ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ধারণা করা হচ্ছে, চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে। এজন্য প্রায় সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।এদিকে, জেলার সবচেয়ে বড় বিদ্যাপীঠের রাজকীয় উদ্বোধনের অপেক্ষায় জেলাবাসী। শিক্ষাক্ষেত্রে স্বপ্নের সমান বড় হতে পেরে আনন্দে আত্মহারা জেলার মানুষ।সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারটি বিভাগে প্রথমবারের মতো ১শ’ ৬০জন শিক্ষার্থীর আসনের বিপরীতে বিগত মাসের ৬-৮ তারিখ পর্যন্ত তিন কর্মদিবসে ১শ’ ৫১জন শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছেন। বাকি ৯ জন ভর্তির জন্য সময় দেওয়া হয়েছিলো। গণিত, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে পাঠদানের জন্য উপাচার্য (ভিসি) ড. মো. শেখ আবু নঈম ছাড়াও শিক্ষক আছেন ১৭ জন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতি ২০ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকলেও সুবিপ্রবিতে প্রতি আছেন প্রতি ১০ জনের বিপরীতে আছেন ১ জন। সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় শুরু হবে ক্লাস।শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় পারদর্শী করে তুলতে রসায়ন, পদার্থ ও সিএসই’র জন্য আছে অত্যাধুনিক ল্যাব। টেক্সটাইল ইনস্টিটিউটের ল্যাবের সাথে সংশ্লিষ্ট বিষয়ের উপাদান যুক্ত করে আরও স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে ল্যাবগুলোকে। জুনের ২ ও ৩ তারিখ দুই দিনে ১৫ জন কর্মকর্তা কর্মচারী যোগ দেন বিশ্ববিদ্যালয়টিতে। তাদের অধিকাংশই সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছে একটি সূত্র।উপাচার্য ও শিক্ষকমণ্ডলী ছাড়া শুধু কর্মকর্তা-কর্মচারী আছেন ২৬ জন। এই জনবল নিয়ে শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে উত্তর পাশে অবস্থিত দৃষ্টিনন্দন টেক্সটাইল ইনস্টিটিউটে কাজ শুরু করছে বিশ্ববিদ্যালয়টি। সূত্র জানায়, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তরপাশে দেখার হাওরে ১শ’ ২৫ একর জায়গার উপরে দৃষ্টিনন্দন করে স্থাপিত হবে সুবিপ্রবির নিজস্ব ক্যাম্পাস। থাকবে জলাধার, পাখিদের বিচরণের ব্যবস্থা, করা হবে পরিবেশ বান্ধব।আইনজীবী, লেখক ও গবেষক কল্লোল তালুকদার এবং শাহজালাল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এনামুল কবির বলেন, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে এটি সুনামগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। নানান চড়াই-উৎরাই পার হয়ে অবশেষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে। এজন্য সাবেক বাংলাদেশ সরকার ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।যা বলছেন উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, শিক্ষার্থী ও আবাসন, ট্রান্সপোর্ট এবং স্থায়ী ক্যাম্পাস বিষয়ে কথা হয় বরেণ্য শিক্ষাবিদ, গণিতজ্ঞ ও সুবিপ্রবির উপাচার্য ড. মো. শেখ আবু নঈমের সাথে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা করতে পেরে আমরা খুবই আনন্দিত। নিঃসন্দেহে সুনামগঞ্জবাসীর জন্য একটি আনন্দের ও ঐতিহাসিক দিন। আপাতত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ক্যাম্পাসে অস্থায়ীভাবে যাত্রা শুরু করছি। তাই ১ সেপ্টেম্বর আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করার চিন্তা করছি। ১শ’ ৬০ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু হবে।শিক্ষার্থীদের আবাসন বিষয়ে তিনি বলেন, আপাতত শিক্ষার্থীদেরকে আবাসনের কোনো ব্যবস্থা আমরা করতে পারবো বলে মনে হচ্ছে না। তবে মেয়ে শিক্ষার্থীদের কথা আলাদা করে চিন্তা করছি।ট্রান্সপোর্ট সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই জেলা সদরে থাকাকে বেশ পছন্দ করেন। অনেকে সদরেই থাকবেন। তাদের ব্যাপারে এখনই কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা করা প্রায় অসম্ভব। তবু এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে একটি প্রস্তাবনা পাঠিয়েছি। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা করার চেষ্টা করবো।নিজস্ব ক্যাম্পাসের বিষয়ে ড. মো. শেখ আবু নঈম বলেন, দেখার হাওরে ১শ’ ২৫ একর জমিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কাজ শুরু হয়েছে। দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব একটি বিশ্ববিদ্যালয় হবে বলে আমার বিশ্বাস।উল্লেখ্য, সুনামগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দীর্ঘদিনের দাবি ছিল জেলাবাসীর। জনসাধারণের দাবি নিয়ে ব্যাপক তৎপরতা দেখান তৎকালীন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। তার প্রচেষ্টায় ২০২০ সালে সুনামগঞ্জবাসীকে সুবিপ্রবি উপহার দেন বাংলাদেশ সরকার। 

আরও খবর