বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সহায়হীন, পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন ১০০ জন শিশুর মাঝে ইউনিসেফ কর্তৃক প্রদানকৃত নন-ফুড আইটেম (ফ্যামিলি কিট) বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক ড. মেহেদী আল মাসুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
ছবি- শ্যামনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ফ্যামিলি কিট বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।