জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অতি দরিদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১১১ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ছাগল ও ছাগলের গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রানিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ পলাশ চন্দ্র রায়, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাসউদ পারভেজ, প্রানি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আরশাদ চৌধুরী ।
জানাগেছে, ক্ষেতলাল উপজেলায় সমতল ভূমিতে অতি দরিদ্র ৯৩৬ জন নৃ-গোষ্ঠীর বসবাস করে। এদের মধ্যে পর্যায়ক্রমে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১১১ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ছাগল ও ছাগলের গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
উপকারভোগীদের মধ্যে বিশেষ ক্যাটাগরি তৃতীয় লিঙ্গ একজন উপজেলার রোয়ার গ্রামের আব্দুল হামিদ ছাগল পাওয়ার পর বলেন, ছাগল পেয়ে আমি খুব খুশি হয়েছি। এগুলো লালন-পালন করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবো।