মাদারীপুরের শিবচর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি কুকুর এলাকাজুড়ে বিভিন্ন স্থানে মানুষের ওপর হামলা শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাতজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
আহতরা হলেন, শাহানা বেগম (৫৬), মজিদ কাজী (৬০), নুসরাত (৭), সাইমা (৮), সুহাদা আক্তার (৩৪), রুবেল ফকিরসহ মোট ১২ জন। তাদের সবার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান,“আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।”
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে পাগলা কুকুরটি শনাক্ত করে নিয়ন্ত্রণে আনার দাবি জানানো হয়েছে।
১ ঘন্টা ১১ মিনিট আগে
১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ৪৯ মিনিট আগে