ক্ষেতলালে তিনটি সাংস্কৃতিক সংগঠনে বাদ্যযন্ত্র উপহার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় তিনটি সাংস্কৃতিক সংগঠনের মাঝে হারমোনিয়ামসহ গানের প্রয়োজনীয় বেশ কিছু বাদ্যযন্ত্র উপহার প্রদান করা হয়েছে।
১৭ (নভেম্বর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসারের রুমে আনুষ্ঠানিকভাবে এসব হারমোনিয়াম, ঢোল, তবলা, বাঁশি, গিটার ইত্যাদি বাদ্যযন্ত্র স্ব স্ব সংগঠনের প্রধানদের হাতে তুলে দেওয়া হয়।
উপহারপ্রাপ্ত ওই তিনটি সাংস্কৃতিক সংগঠনগুলো হলো, ক্ষেতলাল সংগীতালয়, বাউল শিল্পী সংগঠন (নিশ্চিন্তা) ও বিলের ঘাট শিল্পী গোষ্ঠী।
ক্ষেতলাল সংগীতালয় এর পক্ষ থেকে সাংবাদিক আজিজার রহমান ও আজিজুল ইসলাম, বাউল শিল্পী সংগঠন এর প্রধান হাবিবুর রহমান হাবিব ও বিলের ঘাট শিল্পী গোষ্ঠী এর প্রধান সাংবাদিক শাহিনুর ইসলাম শাহিন উপহার গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসিফ আল জিনাত সংগঠনগুলোর প্রধানদের হাতে বাদ্যযন্ত্রগুলো তুলে দেন। এসময় উপজেলা পরিষদের সিএসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় শিল্পীরা অত্যন্ত প্রশংসা জানিয়েছেন। তাদের মতে, এই সহায়তা স্থানীয় সংস্কৃতিচর্চা আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।