নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল কাদের জিল্লাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চৌধুরীর হাট এলাকা থেকে ৭টি অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারী ) দুপুরে আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটকৃত আবদুল কাদের জিল্লাল সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্যকিয়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ৭টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
৫ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩৪ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৫ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৫ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে