রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী অবৈধ চাঁদের গাড়ি মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
সে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে এবং জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে মরিয়মনগর থেকে সে মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়ি ফিরছিলো। ফেরার পথে আনুমানিক রাত দেড়টার দিকে রোয়াজারহাট মধুবনের সামনে বিপরীত দিক থেকে আসা অবৈধ জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ির ধাক্কা দেয় তার মোটরবাইকটিকে।
মাথায় হেলমেট থাকলেও চাঁদের গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারে তার দুই বোন এবং সে একমাত্র পুত্র সন্তান ছিলো। তার এমন মৃত্যুতে বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
১০৮ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
২২৪ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৫৭ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
২৫৮ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৯৪ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
২৯৫ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৩১১ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
৩১৬ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে