লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

ঐতিহ্য হারাতে বসেছে পটুয়াখালীর ‘রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়’।

ঐতিহ্য হারাতে বসেছে পটুয়াখালীর ‘রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়’। প্রতিষ্ঠানটির নামের সঙ্গে ‘মডেল’ কথাটি যুক্ত হলেও পরীক্ষার ফলাফলে মডেল হতে পারছে না ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি। উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিষ্ঠানটির এমন দশায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 


শুক্রবার (২৮ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে জানা যায়, ২০২৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।


এর মধ্যে ১১১ জন কৃতকার্য হয় এবং ৪৫ জন অকৃতকার্য হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। বিদ্যালয়টিতে ফলাফল বিপর্যয়ের এ চিত্র শুধু এ বছর নতুন নয়। ২০২২ সালের পরীক্ষায় ১২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে ৯৮ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছিল ৩১ জন। ওই বছর বিদ্যালয়টি থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি। 


এমন ফলাফল বিপর্যয়ের ঘটনায় বিদ্যালয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ফল প্রকাশের পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষকদের গাফিলতি, দায়িত্বহীনতা, কোচিং এবং মূল পেশার প্রতি মনযোগ না দিয়ে রাজনীতি ও ব্যবসায় সময় দেওয়াকে দায়ী করেছেন অনেকেই। তবে কেউ কেউ বলছেন, শিক্ষার্থীদের অনুপস্থিত থাকা এবং অভিভাবকদের অসচেতনতার কথাও। এছাড়া মাধ্যমিক পর্যায় থেকে ছাত্রদের  রাজনীতিতে সম্পৃক্ত হওয়াও দায়ী মনে করছেন মন্তব্যকারীরা।        


শিক্ষানুরাগীদের মতে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবেও রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়টি ব্যবহার হয়ে থাকে। যার কারণে পরীক্ষা চলাকালীন বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পাশাপাশি শিক্ষকদের দায়িত্বহীনতা ও অভিভাবকদের অসচেতনতাও ফলাফল বিপর্যয়ের কারণ হতে পারে; বলছেন তারা।  অভিভাবকরা বলছেন, মডেল স্কুলে যেখানে ফলাফল ভাল হওয়ার কথা সেখানে হচ্ছে বিপরীত। এতে হতাশ তারা। তাদের মতে, শিক্ষকরা কি ক্লাস করে? নাকি স্কুলে আসে আর যায়।  


ফলাফল বিপর্যয়ের কারণ জানতে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছারের মুঠোফোনে কল করলে তিনি  বলেন, ‘ঢাকায় আছেন। ফ্রি হয়ে কল দিবেন।’ জানা যায়, শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করছেন। 


এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর  বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার পরীক্ষা শতভাগ স্বচ্ছ হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা কোন ধরণের সুযোগ পায়নি। এছাড়া মডেলে শিক্ষার্থী বেশি। কিন্তু শিক্ষক সংকট রয়েছে।’ 

আরও খবর