লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

পটুয়াখালীর সোনারচরে খালে মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে সংঘর্ষ, আহত ছয়

সোনারচর, রাঙ্গাবালী পটুয়াখালী।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সংরক্ষিত সোনারচর অভয়ারণ্যের খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছেন।


শুক্রবার রাত ৮টার দিকে সোনারচরের একটি খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।  


জানা গেছে, শুক্রবার ওই ইউনিয়নের নয়ারচর গ্রামের রশাদ বয়াতি দুই জেলে ট্রলারে নিজ এলাকার ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সোনাচরের বাইলার খালে মাছ ধরতে যান। এই খবর পেয়ে একই ইউনিয়নের চরআন্ডা গ্রামের সেলিম ব্যাপারীর পক্ষের লোকজন গিয়ে তাদের মাছ ধরতে বাধা দেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় সংঘর্ষে জড়ান তারা।  


এই সংঘর্ষে নয়ারচর গ্রামের জুয়েল পাটোয়ারী (২৩), লিটন বয়াতী (২৪), চরআন্ডা গ্রামের রাব্বি (১৮), নূর আলম (২৩), হৃদয় (২৩) ও এনামুল (২৪)  আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকৎসা দিয়ে শনিবার সকালে রাব্বি, নূর আলম ও হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে বলে জানা গেছে। 


জানতে চাইলে নয়ারচর গ্রামের রাশাদ বয়াতি বলেন, ইউএনও স্যার সোনারচরের খাল-নালা উন্মুক্ত করেছেন শুনেছি। তাই দুই-তিনদিন আমরা সোনারচরে গিয়ে মাছ ধরি। কিন্তু শুক্রবার রাতে সেলিম ব্যাপারী খাল ডাক (ইজারা) রেখেছে বলে কিছু লোকজন আমাদের বাধা দেয়। মারধর করে দুইটা ট্রলার, জালছামানা, ১২-১৩টি মোবাইল  ও প্রায় একশ' কেজি মাছ রেখে দেয় তারা।


চরআন্ডা গ্রামের সেলিম ব্যাপারী বলেন, বন বিভাগের কাছ থেকে এই খাল আমি ডাক (ইজারা) রাখছি। যারা গিয়ে মাছ ধরতে বাধা দিছে তারা আমার লোক না। আমি তাদের যেতেও বলি নাই। আমার কাছ থেকে তারা শুধু ডাক নিয়ে মাছ ধরে। কিন্তু অন্যপক্ষ নাকি বিষ দিয়ে মাছ ধরায় তারা বাধা দিছে। এনিয়ে গ্যাঞ্জাম হয়েছে শুনেছি।       


চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি দাস বলেন, এক পক্ষ বিষ দিয়ে মাছ ধরতে গেলে অন্য পক্ষ প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এইসময় মাছ ধরতে যাওয়া জেলেরা জাল নৌকা ফেলে যায়। ওই জাল নৌকা ও রিপকট (কীটনাশক) গ্রাম পুলিশের হেফাজতে আছে। আমরা সেগুলো উদ্ধার করবো। একপক্ষ অভিযোগ দিয়েছে শুনেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিব।


এ ব্যাপরে বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মাছ ধরা নিয়ে সংঘর্ষের বিষয়টি আমার জানা নেই। আমি পটুয়াখালীতে আছি। সংরক্ষিত বনের ভেতরের খালে মাছ ধরা নিষিদ্ধ। গত ৩ বছর ধরে আমরা কোন ধরণের পাসপারমিট (অনুমতি) দিচ্ছি না।

আরও খবর